নিজস্ব প্রতিবেদন: করোনা স্বস্তি দিয়েছে দেশকে। দাপাদাপি বন্ধ হয়েছে। তবে নির্মূল হয়ে যায়নি। কোভিডেন সবচেয়ে দ্রুত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রজাতি হল ওমিক্রণ। তার নাম ‘এক্সই’। এবার এরই নতুন রূপ ছড়িয়ে পড়েছে ইংল্যান্ডের একাধিক শহরে। সম্প্রতি করোনা টিকার দুটি ডোজ নেওয়া এক মহিলা (৫০) ফিরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। তিনি দেশে ফিরে কোভিড পজিটিভ হয়েছেন। নিশ্চিত না হলেও, একে ওমিক্রনের ‘এক্সই’ প্রজাতি বলে সন্দেহ করা হচ্ছে। দেশে কোভিডের বাড়বাড়ন্তর সময়ে মুম্বইয়ের অবস্থাই সবচেয়ে খারাপ ছিল। তাই বিশেষজ্ঞদের ভয়। কিন্তু এখনও নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্স-এ রিপোর্ট পাঠানো হয়েছে তাঁর। রিপোর্ট এলেই জানা যাবে, ‘এক্সই’ প্রজাতি ভারতে প্রবেশ করল কি না। এ বছর জানুয়ারিতে ইংল্যান্ডে ছড়িয়ে পরে এই প্রজাতি।
ওমিক্রনের ‘বিএ.১’ এবং ‘বিএ..২’ উপজাতিগুলির মিশ্রণের পর এই ‘এক্সই’ প্রজাতি তৈরি হয়েছে। ওমিক্রনের বাকি দুই উপজাতির চেয়ে ১০ গুণ বেশি সংক্রমণ ক্ষমতা রয়েছে। একথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও এর মারণ ক্ষমতা সম্পর্কে জানা যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে সক্ষম হলেও মারণ ক্ষমতা সেভাবে নেই। কিন্তু সাবধানতা অবলম্বনই বাঁচার শেষ বার্তা।