নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে বদলে গেল ছবি. করোনা-ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে ফের সাধারণ হাসপাতাল থেকে কোভিড হাসপাতালে রূপান্তরিত হল রাজ্যের সুপারস্পেশালিটি হাসপাতাল. জেলা প্রশাসনের নির্দেশিকাতে সোমবার থেকেই করোনা আক্রান্ত রোগী ভর্তি ও করোনা চিকিৎসা হচ্ছে বাঁকুড়ার ওন্দা সুপারস্পেশালিটি হাসপাতালে. এখানে ভর্তি থাকা অন্যান্য রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়ার কাজও চলছে। করোনার চাপ কমে যাওয়ার কারণে গত ১৬ ডিসেম্বর এই হাসপাতালকে সাধারণ হাসপাতালে বদল করার নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী কোভিড থেকে ধীরে ধীরে নন কোভিড হাসপাতালে রূপ নেয় ওন্দা সুপার স্পেশ্যালিটি।
কোভিড রোগী ভর্তি বন্ধ করে ধীরে ধীরে সাধারণ রোগের চিকিৎসার প্রস্তুতি শুরু হয়ে যায়। গত ২৭ ডিসেম্বর থেকে এই হাসপাতালে শুরু হয় আউটডোর ও ইনডোর বিভাগের বিভিন্ন পরিষেবা। সাধারণ হাসপাতালের রূপ নিয়ে ক্রমশ ছন্দে ফিরছিল এই হাসপাতাল। ফের ৭ দিনের মাথায় ছন্দপতন। বিগত বছরে শুধু বাঁকুড়া জেলা নয় পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলার করোনা আক্রান্তরাও এই হাসপাতালের ওপর নির্ভর করেছিলেন। ১ এপ্রিল ২০২০ থেকে, ১৮ মাসেরও অধিক সময় ধরে এই হাসপাতালের চিকিৎসক, নার্স,কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনাকালে এখানে ৫ হাজারের বেশি রোগীর চিকিৎসা হয়েছে। মারা গিয়েছেন সাড়ে তিনশোর বেশি রোগী। ধীরে ধীরে নিউ নর্মালে করোনা রোগী ভর্তির চাপ কমে আসে। অক্টোবর মাস থেকেই এই হাসপাতালে রোগী ভর্তি একেবারে কমে আসে। নভেম্বরে আরও কমে। ডিসেম্বরে শূন্য হয়ে যায়। তাই এতো বড় মাপের একটা পরিকাঠামোকে শুধু কোভিডের জন্য না রেখে সাধারণ চিকিৎসার ইনডোর ও আউটডোর বিভাগ চালু করে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। নির্দেশিকায় এটাও বলা হয়, আগামী দিনে কোভিড পরিস্থিতি জটিল হলে রোগীর চাপ বাড়লে, ৩ দিনের মধ্যে এই হাসপাতাল ফের কোভিড হাসপাতালে পরিণত হবে। সেইমতো পরিস্থিতি ফের উদ্বেগজনক হওয়ায় একে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হল।