নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যুর সংখ্যা সাড়ে ৫০০-র বেশি। তবে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। যদিও তা ১৫ হাজারের ওপরেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯০৬।
এদিকে উৎসবের আমেজ এখনও কাটেনি। দীপাবলীর আগেই যেভাবে চোখ রাঙাচ্ছে করোনা তা নিয়ে চিন্তা বাড়ছে। দীপাবলির মতো উৎসব, যা দেশব্যাপী পালন করা হয় তা অত্যন্ত ‘কড়া সুরক্ষাবিধি’ মেনে করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মর্মে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। লেখা হয়েছে যে গত মাসে কোভিড বিধির যে পরিবর্তিত নির্দেশিকা দেওয়া হয়েছিল উৎসব আবহের জন্য, তা মানা হচ্ছে না।
চিঠিতে তিনি সাফ জানান, “কনটেনমেন্ট জোন চিহ্নিত করা এলাকায় কোনওরকম জনসমাগম চলবে না। রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, জুলাইয়ের পর ফের হাজারের দোরগোড়ায় দৈনিক আক্রান্ত। সংক্রমণে রাশ টানতে ফের রাত্রিকালীন কারফিউতে কড়াকড়ির নির্দেশ দিয়েছে নবান্ন। গতকাল সকল জেলাশাসক, পুলিস সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরকৃষ্ণ দ্বিবেদী।
সেই বৈঠকের পরই মাইক্রো কনটেইনমেন্ট জোন ও রাত্রিকালীন কারফিউ-এর উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটি গাড়ির যথোপযুক্ত বৈধ নথি আছে কিন? কী কারণে রাত ১১টার পরেও রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছে? জিজ্ঞাসাবাদ চালান পুলিসকর্তারা । উপযুক্ত কারণ দেখাতে না পারলে বা কথাবার্তা সন্দেহজনক বোধ হলে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিস কর্তাদের ।