নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোপীনাথবাটি গ্রামে দড়ি ধরে ঝুলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হল বছর সাতেকের এক শিশুর। মৃতের নাম রাজদীপ বাগদি। দড়ি ধরে ঝুলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হল বছর সাতেকের এক শিশুর। কর্মসূত্রে দুজনই বাইরে থাকে সারাদিন। দিদি মিতা স্কুলে যায়। বাড়িতে একাই থাকে রাজদীপ। ঘরে কেউ না থাকায় পাড়ার বাচাদের সাথে খেলে সে। ঘটনার দিনও সে তাই করছিল। এরপরই ঘরের ম্যাচ থেকে ঝুলন্ত নাইলনের দড়ি থেকে ঝুলতে গিয়ে গলায় ফাঁস লেগে যায় তার।
গ্রামের এক বাসিন্দা কিশোরে নন্দী রাজদীপের ঝুলন্ত দেহটি দেখে। তিনি ছুটে এসে দড়িটি কেটে শিশুটিকে নামিয়ে প্রতিবেশীদের খবর দেয়। এরপর সকলে মিলে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় শিশুটিকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় গুসকরা ফাঁড়ির পুলিশকে।