নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পর এবার হুগলির পড়ুয়া আহত অন্য এক ছাত্রের অভিভাবকের মারধরে। শুধুমাত্র মারধর না তুলে আছাড় মারেন পড়ুয়াকে। আহতের নাম রোহিত মন্ডল। জানা গিয়েছে পড়ুয়া তাঁবা কলোনি শিশু শিক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেণির ছাত্র। এদিন স্কুলে গিয়ে সে দেখে, ক্লাসের মধ্যে সহপাঠী অরিত্র মন্ডলের সঙ্গে মারমারি করছে তার ভাই রণিক! গন্ডগোল থামাতে যায় রোহিত। অভিযোগ, অরিত্রের জেঠু ক্লাসে ঢুকে রোহিতকে বেধড়ক মারধর করেন।
মারধর করার জন্য রোহিত গুরুতর অসুস্থ হয়ে পরে। তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। থানা অভিযোগ দায়ের করেন রোহিতের বাবা। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।