26 C
Kolkata

গ্ৰেপ্তার ডোমকল পৌরসভার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট প্রদীপ চাকী

নিজস্ব সংবাদদাতা: করোনা ভ‍্যাকসিন নিয়ে গন্ডগোলের জেরে গ্ৰেফতার করা হয় ডোমকলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা কাউন্সিলার প্রদীপ চাকী-কে ।পুলিশ সূত্রে জানা যায় যে গতকাল ডোমকল এলাকায় করোনার টিকাকরন কেন্দ্রে টিকাকরন নিয়ে মহকুমা শাসকের সাথে গন্ডগোলে জড়িয়ে পড়ে প্রদীপ চাকী।

তারপরেই ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় প্রদীপ চাকীর বিরুদ্ধে। পরে অভিযোগের সূত্র ধরে পুলিশ গ্ৰেপ্তার করে প্রদীপ চাকী -কে। শনিবার অভিযুক্তকে বহরমপুর জেলার আদালতে নিয়ে যাওয়া হয়

আরও পড়ুন:  ‘চারপাশে এত দুর্বৃত্ত, একা সামলাতে পারছেন না দিদি’, কেন এমন বললেন বিচারপতি !

Featured article

%d bloggers like this: