24 C
Kolkata

Money in Kolkata: শহরে উদ্ধার ৫ কোটি টাকার মাদক ও নগদ, গ্রেফতার ২

ফের শহরে উদ্ধার টাকা ও প্রায় ৫ কোটি টাকার মাদক । সল্টলেকের সুকান্তনগরের নাওভাঙা এলাকা থেকে নগদ ৫ লক্ষ টাকা ও মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এমনটা সূত্রের খবর। পুলিশের দাবি, মাদক চক্রের পাণ্ডা মহম্মদ মোমিন খান ও তাঁর স্ত্রী মেহতাব।ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় সুকান্তনগরে মোমিনের ৫ তলার ফ্ল্যাটে হানা দেয় এসটিএফ। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে লুকনো মাদক ও টাকা উদ্ধার করে। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Featured article

%d bloggers like this: