27 C
Kolkata

স্পা-এর আড়ালে দেহ ব্যবসা !

নিজস্ব প্রতিবেদন : বারুইপুরে সেলুন কাম স্পা-এর আড়ালে চলছে দেহব্যবসা। পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এই স্পা ছিল। সেখানকারই স্থানীয়রা অভিযোগ জানায় বারুইপুর থানায়। পুলিশ স্পা-এ হানা দিলে জানতে পারে সেলুনের ভিতরই একটা ছোট ঘরে চলত দেহ ব্যবসা। সেলুনের মালিকিন ও ম্যানেজার সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে মালকিন সেই ওয়ার্ডেরই স্থানীয় বাসিন্দা। এছাড়া বাকিদের বাড়ি সোনারপুর ও মগরাহাট থানা এলাকায়। ঘটনাস্থল থেকে কিছু কাগজপত্রও উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:  ক্লাসে বকেছিলেন, বদলা নিতে শিক্ষককে গুলি করল ছাত্র

Featured article

%d bloggers like this: