নিজস্ব প্রতিবেদন : ঝাড়খণ্ডের খুন্তি জেলায় আবার নাবালিকা ধর্ষণের অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে নির্যাতিতা এবং অভিযুক্ত কেউই সাবালক নয়। অভিযোগের ভিত্তিতে কিশোরকে আটক করেছে পুলিশ। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করে জানা গিয়েছে চার মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।