নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ দিনাজপুরর বংশীহারী ব্লকের সমষপুর এলাকার পুকুরে ভাসছে মা ও ২ সন্তানের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে। এরপরই প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ গুলি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলার স্বামী পর্যায়েই শ্রমিকের কাজ করে ভিন্ন রাজ্যে। আরো জানা গিয়েছে দুই শিশুর বয়স যথাক্রমে ২ এবং ৩। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বংশীহারী থানার পুলিশ। কিন্তু এই মৃত্যুর নৈপথ্যে কি কারণ তা নিয়ে রয়েছে ধোয়াঁশা। পুলিশি তদন্ত শুরু হয়েছে।