নিজস্ব প্রতিবেদন:- চিটফান্ড কোম্পানির নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। প্রতারণার অভিযোগ এক গৃহবধুর বিরুদ্ধে। অভিযুক্ত ওই গৃহবধূকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত গৃহবধূকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।
এক গৃহবধুর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলল এলাকার মহিলারা। অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তারের দাবি তুলে এলাকার মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশিপুর থানার লাঙ্গল বাড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত ওই মহিলার নাম রমা মন্ডল। উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে অভিযুক্ত এই মহিলাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চিটফান্ডের নাম করে এবং মহিলাদের সেল্ফ গ্রুপের নাম করে বিভিন্ন এলাকা থেকে প্রচুর টাকা পয়সা তুলেছেন। এমনকি বাড়ির গুরুজনদের অসুস্থতার অজুহাত দিয়ে টাকাপয়সা তুলেছেন বিভিন্ন এলাকা থেকে। যদিও ওই মহিলার নামে বিগত দিনে অভিযোগ করা হয় স্থানীয় থানায়। অভিযোগ করার পরে এলাকায় দীর্ঘদিন দেখা পাওয়া যায়নি অভিযুক্ত ওই গৃহবধূর।
বিভিন্ন সূত্র মারফত জানতে পারে কাশিপুর থানার সেকেন্ড অফিসার যেখানে ভাড়া থাকতেন সেই বাড়িতেই ভাড়া নিয়ে থাকেন ওই গৃহবধূ। সে খবর জানতে পেরে এলাকার প্রতারিত মহিলারা এদিন উত্তেজিত হয়ে ওই মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাশিপুর থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।