আন্তরাজ্য গাড়ি পাচার চক্রের কিনারা পুরুলিয়া জেলা পুলিশের। আন্তরাজ্য গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশের এই সাফল্য যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছে জেলাবাসী। এ বিষয়ে শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন পুরুলিয়া জেলা পুলিশ (Purulia District Police) সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৬ জানুয়ারি পুরুলিয়ার টাউন থানার সুভাষ পার্কের পাশে একটি বুলেরো গাড়ি পার্কিং অবস্থায় থাকাকালীন চুরি হয়ে যায়। গাড়ির মালিক তড়িঘড়ি খবর দেন পুরুলিয়া টাউন থানায়। অভিযোগ পাওয়া মাত্রই গাড়ির খোঁজে তল্লাশি অভিযানে নামে পুলিশ (Purulia District Police)। সিসিটিভির মাধ্যমে গাড়ির খোঁজে চলে তল্লাশি। জানা যায় গাড়িটি ঝালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দীর্ঘদিন নজরদারির পর পুলিশ জানতে পারে গাড়িটি ঔরাঙ্গাবাদের উদ্দেশ্যে চলে গিয়েছে। এরপর যোগাযোগ করা হয় ঔরাঙ্গবাদ থানার পুলিশের সঙ্গে। ঔরঙ্গবাদের নাকা চেকিং চলাকালীন পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা থাকার অভিযোগে সতীশ সিং ওরফে চুন্নু সিং নামে এক ব্যক্তিকে আটক করে ঔরাঙ্গবাদ থানার পুলিশ। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ এর পরেই জানতে পারা যায় এই চক্রের সঙ্গে করণজিৎ সিং ওরফে মনীশ ও সন্তোষ নামে আরও দুজন জড়িত রয়েছে। পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে আন্তরাজ্য কোন চক্র জড়িয়ে রয়েছে।
পাচার চক্রের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগে ঔরাঙ্গাবাদ থানার পুলিশ সতীশিং ওরফে চুন্নু সিংকে আটক করে ও পরে পুরুলিয়া জেলা পুলিশ করণজিৎ সিং ওরফে মনীষ সিং-কে তাদের হেফাজতে নেয়। ধৃত করণজিৎ সিং- কে শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।