নিজস্ব প্রতিবেদন : সোমবার সন্ধ্যায় নোয়াপাড়ার গাড়ুলিয়া মেন রোডের পিনকল মোড়ের একটি আবাসন থেকে পুলিশ উদ্ধার করে এক মহিলার মৃতদেহ। মৃতের নাম উমা দাস হালদার। তিনি হোমগার্ডের কাজে নিযুক্ত ছিলেন। পরিবার সূত্রের খবর গৃহহিংসার শিকার ছিলেন উমা। স্বামী সৌমেন কুমার মন্ডল তাকে আত্মহত্যার প্ররোচনা দেয় বলেই পুলিশের প্রাথমিক ধারণা।
ঘটনার দিন উমা ডিউটিতে যোগ না দেওয়ায় তার সহকর্মীদের সন্দেহ হয়। বহুবার তাকে ফোন করেও কোনো উত্তর না পেয়ে সন্ধ্যের পর পুলিশ নিয়ে তার ফ্ল্যাটে উপস্থিত হন তার সহকর্মীরা। সেখানে ফ্ল্যাটের দরজা ভেঙে উমা দেবীর মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।