25 C
Kolkata

‘চারপাশে এত দুর্বৃত্ত, একা সামলাতে পারছেন না দিদি’, কেন এমন বললেন বিচারপতি !

আবারও বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। “চারপাশে এত দুর্বৃত্ত। একা সামলাতে পারছেন না দিদি।”, নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের। কিন্তু এরূপ মন্তব্যের কারণ কী ?

বুধবার একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। সরাসরি যদিও কারও নাম মুখে আনেননি বিচারপতি। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই তিনি এমন মন্তব্য করেন বলে জল্পনা ছড়িয়েছে। এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বৃত্তের নেত্রী।”

বুধবার আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ধৃত মানিক ভট্টাচার্যের (Manick Bhattacharya) দু’টি পাসপোর্ট রয়েছে বলে আদালতে জানায় সিবিআই। লন্ডনে মানিকের বাড়ি, তার ঠিকানা, এমনকি সেখানে তাঁর প্রতিবেশী কে, সেই প্রসঙ্গও উঠে আসে আদালতে। তার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। বুধবারও সিবিআই-এর তীব্র সমালোচনা করেন তিনি। মানিক ভট্টাচার্য কতবার লন্ডন গিয়েছেন ? সেখানে তাঁর বাড়ির ঠিকানা কী ? প্রতিবেশীই বা কে ? সিবিআই-এর কাছে জানতে চান বিচারপতি। সিবিআই-এর কাছ থেকে সদুত্তর না পেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ক্ষোভ প্রকাশ করেন তদন্তকারী অধিকারিক সোমনাথ বিশ্বাসের উপর, তিনি বলেন, “লন্ডনে কার পাশে তাঁর বাড়ি জানেন ? আমি জানি। সব তদন্ত আমি করলে, তদন্তকারী অধিকারিক সোমনাথ বিশ্বাস কী করছেন ? লজ্জার বিষয় যে এখনও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফিরে এসে আবার এসব শুরু করবেন।”

আরও পড়ুন:  17 March History: আজ ১৭ ই মার্চ ২০২৩ সাল, জানেন আজকের ইতিহাস ?

আদালতে সিবিআই জানায়, তিন সপ্তাহ পর এই মামলায় রিপোর্ট পেশ করবে তারা। আদালতের নির্দেশমতো তিন জন আধিকারিকের নামও বুধবার আদালতে জমা দেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে বিচারপতি আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি (Abhijit Gangopadhyay) বলেন, “লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ির পাশে এমন একজনের বাড়ি আছে যিনিও একজন রাজনৈতিক নেতা। রাজ্যটা কি এভাবে নষ্ট হয়ে যাবে ?” আদালতে শুনানি চলাকালীন ভূপেন হাজারিকার গান, ‘হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে’-এরও উল্লেখ করেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, সোমনাথ বিশ্বাসের বদলে সিবিআইয়ের নতুন তদন্তকারী আধিকারিকের নাম শীঘ্রই জানাবে আদালত।

Featured article

%d bloggers like this: