28 C
Kolkata

Shoot Out : শুট আউটে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদন : জগদ্দলে মোমিনপাড়ায় আবারো শুট আউটের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত তৃণমূল নেতা সহ এক মহিলা। আহতদের আনা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। আহত তৃণমূল নেতা অর্জুন সিংয়ের ঘনিষ্ট বলে জানা গেছে। আহত নেতার নাম জব্বার আনসারি। আক্রান্তের অভিযোগ বাদলা আনসারি, আরমান ও মুক্তার তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ধাক্কা মারলে গুলি তাঁর বুক ছুঁয়ে চলে যায়। আক্রান্ত মহিলার পায়ে গুলি লাগে। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে মোমিনপুর। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Featured article

%d bloggers like this: