নিজস্ব প্রতিবেদন : ২ মে , ভোট পরবর্তী হিংসার পর বেলেঘাটায় নৃশংসভাবে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। রীতিমত হৈচৈ পরে যায় তাঁর মৃত্যুতে। উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। এমনকি তাঁর মৃত্যুর পরে কেন্দ্রীয় নেতৃত্ব আসেন সেখানে। নিহত ওই বিজেপি কর্মী অভিজিতের ক্লাবের এবার এর পুজোর থিম ‘ ভোট পরবর্তী হিংসা।’ তাঁরই বাড়ির সামনে এবং তাঁরই প্রতিষ্ঠিত করা দুর্গাপুজো। মণ্ডপের প্রতি কোনায় রয়েছে সেই শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। তৈরী করা হয়েছে বেদি।
পুজো উদ্যোক্তাদের কোথায় ,’ এটি থিম না , এটাকে থিম বলা চলে না। এটা সত্য ঘটনা অবলম্বনে।ভোট পরবর্তী হিংসার ঘটনায় আপনারা সবাই সাক্ষী। কিভাবে আমার ৬০ জন ভাইকে আমরা হারিয়েছি। সমস্ত প্যান্ডেলে লাইটিং থাকলেও আমাদের প্যান্ডেল অন্ধকার। তার কারণ ওই ৬০ জন ভায়ের মায়ের তাঁদের সন্তানের জন্য অন্ধকারে ঘরে বসে কাঁদবে ! তাই আজকে আমাদের প্যান্ডেল অন্ধকার। আমাদের পুজোর মাধ্যমে এটা আমাদের প্রতিবাদ। ‘