20 C
Kolkata

Durga Pujo 2022 : মেয়ের হাতে মায়ের শুভরম্ভ

রচনা মণ্ডল : প্রতি’মা তেই মা বিরাজমান। সেই কথাক স্মরণ করে দুর্গা পুজোর উদ্বোধন করল হাঁটাল শান্তি আশ্রম দুর্গোৎসব কমিটি। এককথায় ব্যাতিক্রম। কারওর বয়স ৭০। হাঁটুতে তীব্র ব্যথা, বেশিক্ষণ দাঁড়ানো প্রায় মৃত্যুবরণ। তাও কষ্টে আজ এসেছেন মণ্ডপ উদ্বোধনে। এক গাল ফোগলা হাঁসি। এমন কয়েকজন আছেন, যাঁরা একসময় ৫১ বর্তি পরিবার সামলেছেন। কিন্তু আজ সেই পরিবারই তাঁদের ব্রাত্য করেছে। তাঁদের হাত দিয়েই প্রাণ পেল শান্তি আশ্রম দূর্গা কমিটির ১১৮ তম বর্ষের পুজো।

শহর জুড়ে উৎসবের মাঝেই শান্তি আশ্রমের এই উদ্যোগ বাকিদের থেকে তাদের খানিকটা আলাদা করেছে। এ বছরে তাদের পুজোর থিম ‘বিষন্নতার মাঝেই বিশ্বজয়’। ভালো এবং মন্দ দুইয়ের মেলবন্ধন রয়েছেই মণ্ডপ। বাহ্যিক সাজ বিশ্বজয়ী ইউনেস্কোর ‘হেরিটেজ তকমা’। ঠিক অন্যদিকে, মন্ডপের ভিতরে সাজানো বিষন্নতা। ফুটে উঠেছে বিশিষ্ট কিছু শিল্পী তথা গুণীজনের ছবি। যাঁদের আমরা হারিয়েছি।

আরও পড়ুন:  দক্ষিণ হাওড়ায় শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা করলেন সংগঠনের জেলা সভাপতি

জগদ্বল্লোভপুর ব্লকের সেরার সেরা পুজোর পুরস্কার রয়েছে ঝুলিতে। প্রতিবছরই নিজেদের ব্যতিক্রমী কিছু চিন্তাধারা দিয়ে তারা নিজেদের ব্যতিক্রমী প্রমাণ করে। এই বছরের উদ্যোগে আবেগপ্রবণ দর্শকরা।

Featured article

%d bloggers like this: