25 C
Kolkata

Young Boys Club Pandal : ইয়ং বয়েজ ক্লাবের ৫৩তম বর্ষ

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর শুভক্ষনে থিম-ভিত্তিক প্যান্ডেলের জন্য বিখ্যাত ইয়ং বয়েজ ক্লাব। এই বছর তাঁরা তাদের পুজোর ৫৩ তম বর্ষ উদ্বোধন করল। তাঁদের থিম ‘ ময়ূরপঙ্খী নৌকা।’ মণ্ডপটির উদ্বোধন করেছে শ্রী সুদীপ বন্দোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী বিবেক গুপ্ত, বিধায়ক; শ্রীমতী রেহানা খাতুন, কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান শ্রী সঞ্জয় বক্সী, প্রাক্তন বিধায়ক এবং আরও অনেক বিশিষ্টজন। বিশ্বের বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত একটি থিম নিয়ে এসেছে বছরটি।

সাংবাদিক দের মুখোমুখি হয়ে, সংগঠনের প্রধান মিস্টার রাকেশ সিং বলেন,’ এ বছর, ইয়াং বয়েজ ক্লাব তাদের প্যান্ডেল তৈরী করেছে শুকনো দিয়ে।এছাড়াও করোনা মহামারী চলাকালীন দীর্ঘ দু’বছর কলকাতার মানুষ ঠিক করে ঠাকুর দেখনি। অবশেষে এই বছর কলকাতা দা সিটি অব জয় ইস হ্যাপি। আমরা প্রতিবার চেষ্টা করি নামকরা শিল্পীদের পাশাপাশি যেন স্থানীয় শিল্পীরাও সমভাবে গুরুত্ব পান।’ তাই, এবছর প্রায় ৪০ ফুট উচ্চতার এই দুর্গাপুজো মণ্ডপ গড়ে তুলছেন মেদিনীপুরের শিল্পী দেব শঙ্কর মহেশ।’ ‘এছাড়াও প্যান্ডেলের মণ্ডপ দর্শনে আগত দর্শকরা সাক্ষী হবেন বিশেষ কিছু হস্তশিল্পের। এছাড়াও প্যান্ডেলের ভিতরে থাকবে নবদুর্গার ধ্বংসাবশেষ। ‘ বলেছেন ইয়াং বয়েজ ক্লাবের যুব সভাপতি বিক্রান্ত সিং

আরও পড়ুন:  Fake colour: পর্দা ফাঁস, হাতেনাতে ধরা পড়ল ‘নকল রঙ’

Featured article

%d bloggers like this: