25 C
Kolkata

জানুন কিছু প্রশ্নের উত্তর

নিজস্ব সংবাদদাতা: আমরা আমাদের বিশ্বকে কতটা চিনি? আর চিনতে চাইলেই বা কতগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাই? মনের মধ্যে প্রশ্নের পাহাড় থাকলেও তার সত্যতা খুঁজে বের করতে নেট দুনিয়া তোলপাড় করেও মেলেনা তার সঠিক উত্তর। একই সাইট এক কথা বলে তো আরএকটি সাইট বলে আরও একটি। তাই আজ আমি নিয়ে এসেছি ৫১ টি এমন প্রশ্নের উত্তর যা হয়তো আপনি খুঁজছেন বহুদিন ধরেই। আর যদি নাও খুঁজে থাকেন তাহলে বলবো এটি নিশ্চই আপনার জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে সাহায্য করবে।

১.বিশ্বের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: দক্ষিণ চীন সাগর।

২.বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি?
উত্তর: মেক্সিকো উপসাগর।

৩.বিশ্বের বৃহত্তম নদী কোনটি?
উত্তর: মিসিসিপি ও মিশৌরী (যৌথ)।

আরও পড়ুন:  Rat Stealing Necklace: নেকলেস-প্রীতি ইঁদুরের,দোকান থাকে গয়না নিয়ে চম্পট

৪.বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি?
উত্তর: নায়াগ্রা জলপ্রপাত।

৫.বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: কাম্পিয়ান হ্রদ।

৬.বিশ্বের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি
উত্তর: সুপিরিয়র হ্রদ।

৭.বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি?
উত্তর: লেকমিয়াড।

৮.বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: গ্রিনল্যান্ড।

৯.বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি?
উত্তর: আরব উপদ্বীপ।

১০.বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: বঙ্গীয় ব-দ্বীপ বা সুন্দরবন ব-দ্বীপ। যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত।

Featured article

%d bloggers like this: