22 C
Kolkata

Breaking Shantiniketan Child Murder: ভয়ঙ্কর! বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃত দেহ

নিজস্ব প্রতিবেদন: বিস্কুট কিনতে যাওয়াই কাল হয়েছিল ছোট্ট শুভম ঠাকুরের (৫)। আর বাড়ি ফেরা হল না। মঙ্গলবার প্রতিবেশির ছাদ থেকে মিলল নিথর দেহ। অগ্নিগর্ভ শান্তিনিকেতনের যজ্ঞে আরও ঘি যুক্ত হল। প্রতিবেশীর দিকে আঙুল তুলে রবিবার থেকেই স্বরগরম বোলপুরের মাটি। আগেই অভিযুক্তদের বাড়িতে তাণ্ডব চালানো হয়। এরপর তারই বাড়ির ছাদ থেকে মঙ্গলবার দুপুরে মিলেছে শুভমের মৃতদেহ।

শম্ভু ঠাকুর ও মমতা ঠাকুরের দুই ছেলে। সবচেয়ে ছোট শুভম। ছেলের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন দু’জন। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন। যদিও অভিযুক্তলে (অভিযুক্তদের) পাকড়াও করতে শান্তিনিকেতন পুলিশের বিশাল বাহিনী তদন্তে নেমেছে। রবিবার থেকে একনাগাড়ে তদন্ত চালানোর পর মঙ্গলবার উদ্ধার হয় দেহ।

আরও পড়ুন:  Anidrila- Sabyasachi : ফেসবুকের পর ইনস্টাগ্রামও ডিএক্টিভেট করলেন সব্যসাচী

(পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন KEYখবর-এর পোর্টালে)।

Featured article

%d bloggers like this: