নিজস্ব প্রতিবেদন : এবার গরু কাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কে আসানসোলেই জেরা করতে গেল সিবিআই। বিগত ২৪শে আগস্ট থেকে জেলে রয়েছেন তিনি আজ দুপুর ১২ টার পর দুজনের একটি সিরিয়াল দল পৌঁছে আসানসোলে। এই নিয়ে দ্বিতীয় বার জেরা তাঁকে।
সিবিআই সূত্রের, খবর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে । মিলেছে নতুন জমির বডি শো, সেই তথ্যের উপর ভিত্তি করেই আর জেরা করা হবে অনুব্রতকে । আসানসোলের বিশেষ আদালতে দ্বিতীয় দফায় ১৪ দিনের জেল পেয়েছেন অনুব্রত তারপরেই এই প্রথম জেরা করতে গেলেন সিবিআই আধিকারিকরা । তবে শেষবার জেরা করার সময় তদন্তকারী আধিকারিকরা জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল কোনরকম সহযোগিতা করছেন না এমনকি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন । আর সেটা শুধুমাত্র গরু পাচার কাণ্ড নয়, কয়লা পাচার কাণ্ড নিয়েও ।
সিরিয়াস সূত্রে জানা গিয়েছে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালানোর পরেও কিছু তথ্য হাতে এসেছে সেই তথ্যের উপর ভর করে এদিন জেরা করা হবে ইসিএল এর প্রাক্তন কর্তাদের ।