24 C
Kolkata

Beauty Tips : রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছেন? স্নানের জলে মিশিয়ে নিন এই সিক্রেট, তাহলেই হয়ে যাবেন দুধের মত ফর্সা

নিজস্ব প্রতিবেদন: গ্রীষ্মকাল হোক কিংবা বর্ষাকাল স্কুল, কলেজ,অফিসে যেতেই হবে সকলকে। এই রোদকে মাথায় নিয়ে হাতে ছাতা নিয়ে ছুটছে সবাই। কিন্তু রোদে পুড়ে নিজের গায়ের রং দেখে কি নিজেই ভয় পেয়ে যাচ্ছেন?সানস্ক্রিন মেখেও হচ্ছে না লাভ?চিন্তা নেই স্নানের জলে একটি বিশেষ জিনিস মিশিয়ে নিলেই আপনিও ৫ মিনিটে হতে পারবেন দুধের মত ফর্সা। গায়ের রং পরিষ্কার সেটা সকলেই চায়।

সে ছেলে হোক বা মেয়ে। তাই রং পরিষ্কার রাখতে যত্নশীল হন নিজের শরীরের প্রতি। যখনই স্নান করবেন তখনই স্নানের জলে মিশিয়ে নিন দুধ কিম্বা সুগন্ধিযুক্ত শাওয়ার জেল। এতে আপনার ত্বক পরিষ্কার হবে,নরমও হবে। পাশাপাশি রোদে পুড়ে কালো হয়ে গেলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঘুমোতে যাওয়ার আগে ক্লিংশিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে নিলেও আপনি হতে পারেন ফর্সা।

এমনকি নিজে ঘরে প্যাক বানিয়েও সেটা মাখলেও আপনি হতে পারেন টুকটুকে ফর্সা। তার জন্য নিয়ে নিন কাঁচা দুধ, লেবুর রস আর মধু। এই সবকটি মিশিয়ে ভালোভাবে মুখে লাগালে আপনার ত্বক হয়ে যেতে পারে আয়না। এমনকি রোদে পুড়ে কালো হয়ে গেল কয়েকদিনেই হয়ে যাবেন ফর্সা।

আরও পড়ুন:  Biscuit:বহুল প্রচলিত বিস্কুটের গায়ে কেন থাকে অগুনতি ছিদ্র জানেন?

Featured article

%d bloggers like this: