নিজস্ব প্রতিবেদন: অমর কৌশিক পরিচালিত বরুণ ধাওয়ান, কৃতি স্যানন অভিনীত ছবি ভেড়িয়া (Bhediya)। ২৫ নম্ভেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে কলকাতায় এসে প্রমোশন সারলেন তারকারা। উপস্থিত ছিলেন বরুণ, কৃতি দু’জনই। সঙ্গে প্রযোজক দীনেশ বিজন, অভিনেতা অভিষেক ব্যানার্জি সহ আর এক নতুন অভিনেতা। প্রমোশনে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘বরুণকে ছোট থেকে চিনি। ডেভিডদার জন্য মিষ্টি দই পাঠাবো। ও কলকাতা এসেছে। আমি বলেছি, যখন ইচ্ছে ফোন করবে। আমারও একটা ছবি মুক্তি পাচ্ছে ওইদিন। কিন্তু আজকের দিনটা ওদেরই।’ এই ছবিতে মূলত মানুষের নেকড়ে হওয়ার গল্প রয়েছে। ছবিটিতে প্রকৃতি নিয়ে বার্তা দেওয়া হয়েছে বলে জানান বরুণ।

প্রমোশনে এসে বরুণ জানান, ‘এই ধরনের চরিত্রে অভিনয় করা খুব শক্ত। তবে আমি সবসময় চাইতাম। এর কোনও অনুপ্রেরণা ছিল না। অরুণাচলে এটা বিশ্বাস করা হয়, একজন জঙ্গলে গিয়ে এইভাবেই আক্রান্ত হয়। তাঁদের বিশ্বাস। অরুণাচলের জঙ্গলই আমার অনুপ্রেরণা। রোজ গোটা দুটো চিকেন খেতাম। সঙ্গে পালং শাক। (সঙ্গে সঙ্গে কৃতি বললেন, সত্যি মনে হচ্ছিল ভেডিয়া এসে গিয়েছিল।) মনে হচ্ছিল অরুণাচলের সব চিকেন শেষ হয়ে যাবে। ট্রেলারে আপনারা দেখেছেন আমার লেজ বেরোচ্ছে। ৩২টা টেক নিয়েছিল। চিৎকার করে করে আমার চোয়াল আটকে গিয়েছিল। ছবিতে কৃতি ভেড়িয়া ডাক্তার। দিলওয়ালের পর অনেক বছর কেটে গেল। কৃতি বলেন, ‘দু’জনই দিলয়ালের পর এই কাজ। আমরা ভালো বন্ধু। এত বছর পর দুজনই ভালো অভিনেতা হতে পেরেছি আমি বিশ্বাস করি।’ প্রযোজক জানান, ‘ভারতীয় হিসেবে এই vfx সত্যি গর্বের মতো। Wolf আর vfx আপনাকে টানবে।’