21 C
Kolkata

Alia Bhatt-SS Rajamouli: হলিউড অভিনেতার সঙ্গে আলিয়া


নিজস্ব প্রতিবেদন: বর্তমানে কয়েক মাসের অন্তঃসত্ত্বা রণবীর পত্নী আলিয়া ভাট। মা হতে চলেছেন অভিনেত্রী। কিন্তু এরই মাঝে এবার হলিউড অভিনেতার সঙ্গে নাম জড়ালো আলিয়ার।

বর্তমানে বেশ স্পষ্ট বেবি বাম্প আলিয়া ভাটের। তবে, অন্তঃসত্ত্বাকালীন সময়েও শুটিং ফটোশুটের কাজ সারছেন অভিনেত্রী। তবে, এবার শোনা যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া নাকি হলিউডের নায়কের।

জনপ্রিয় পরিচালক রাজা মৌলির হাত ধরে হলিউডের অ্যাভেঞ্জার্স খ্যাত অভিনেতা ক্রিস হেমওয়র্থকে নিয়ে নতুএক ছবি বানাতে চলেছেন রাজা মৌলি। এই ছবিতে শুধু আলিয়া নয় দেখা যাবে মহেশবাবুকেও। যদিও ছবির গল্প কি হবে, কিম্বা আর কাকে দেখা যাবে, কবেইবা শুটিং শুরু হবে সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

Featured article

%d bloggers like this: