নিজস্ব প্রতিবেদন: ২০২২ কে বিদায় জানিয়ে সবেমাত্র হাজির হয়েছে নতুন বছর ২০২৩। নতুন বছর মানে ভ্রমন প্রিয়দের মন করে একটু ঘুরতে। কিন্তু সমস্যা অন্য জায়গা দেশের মধ্যে সব ঘোড়া হয়ে গেছে। এখন মন চাইছে বিদেশের। মন চাইলেই কি উপায় হয়? বিদেশ যে অনেকদূর,অনেক খরচ!

এইসব ভেবেই কি আপনার আর যাওয়া হয়ে উঠছে না বিদেশে? আর চিন্তা নয়। কারণ অল্প খরচে,সল্প সময়ে ঘুরে আসতেই পারেন আপনার কাছের এই বিদেশে। কাছের বিদেশের তালিকায়। প্রথমেই নাম নেওয়া যেতে পারে সিঙ্গাপুরের। অল্প ছুটি ও কম বাজেটের মধ্যে যদি বিদেশে যেতে চান তাহলে ঢু মারুন এশিয়ান ও ইউরোপিয়ান অনুপ্রেরণায় সিঙ্গাপুরে। যেমন শপিং , তেমন সবুজে ঘেরা মন্দির আপনার মুড ভালো হতে বাধ্য।

অপরদিকে কাছের বিদেশের তালিকায় রাখতেই পারেন ইন্দোনেশিয়ার স্বর্গ বালি। সাদা বালির সমুদ্র সৈকত, নীল সমুদ্র, উচ্চমানের কালচারাল হেরিটেজ। সমুদ্রের জলে গা ভেজান বা আন্ডারওয়াটার ডাইভিং সবটাই সম্ভব। আর যদি বেশি দূরে যেতে পছন্দ নয়,কিন্তু তবুও শপিং, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, পর্বতারোহনের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ যদি নিতে চান বিদেশে। তাহলে নেপাল হল সস্তায় পুষ্টিকর ভ্রমণের জায়গা।