27 C
Kolkata

Rishav Basu: হুশ! হট বয় ‘শ্রীকান্ত’- র ঋষভ

নিজস্ব প্রতিবেদন: থিয়েটারের মঞ্চ থেকে টলিপাড়ায় এন্ট্রি। এরপর একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করে এই যুগের দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে টলিপাড়ার শ্রীকান্ত। শ্রীকান্তই নামটা মানে প্রথমেই মাথায় আসে অভিনেতা ঋসভ বসুর কথা। ভালো অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও কিং ঋষভ।

‘ টুরু লাভ’ থেকে ‘শ্রীকান্ত ‘ টেংরা ব্রুজ’ থেকে ‘ভটভটি’ ওয়েব সিরিজ থেকে বড় পর্দা সর্বত্রই ঋসভ জায়গা সবার সেরা। তবে, শ্রীকান্তর পর থেকে ঋষভের নারী অনুরাগীদের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছেন অভিনেতা। তার উষ্ণতায় কুপোকাত তার অনুরাগী।

আরও পড়ুন:  Howrah Municipality Area: প্যারাসিটামল নিলেই নথিভুক্ত করতে হবে নাম, ঠিকানা ও ফোন নম্বর

সোশ্যাল মিডিয়ার মাঝে মধ্যেই উষ্ণ ছবি পোস্ট করে দর্শকদের মনে জায়গা করে নেয় সে। সেটা হোক হট রেড শার্ট কিংবা সিক্স প্যাক ফিগারে ঋষভ মানেই নারীদের মুখের চওড়া হাসি।

আরও পড়ুন:  Bipasha Basu: অবিশ্বাস্য! অন্তঃসত্ত্বা অবস্থাতেও ওজন কমছে বিপাশার

Featured article

%d bloggers like this: