22 C
Kolkata

আমিরের গানে এবার কোমর দুলল শোয়েব উত্তরসূরীর

নিজস্ব সংবাদদাতা: ১৪ বছর পার কিন্তু আজও হিট বলিউড মিস্টার পারফেকশনিস্ট- র ‘তারে জামিন পার’- র হিট গান ‘বাম বাম বোলে’। ‘বাম বাম বোলে’ গানে আজও কোমর দোলে আট থেকে আশির। এবার সেই তালিকায় নাম জুড়ল প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব পুত্রর। আমির খানের ‘বাম বাম বোলে’- তে দিব্যি কোমর দোলাচ্ছে সেও।

প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতারকে কে না চেনেন। শোয়েবের পাশাপাশি এবার ফেমাস শোয়েব পুত্র মহম্মদ মিকাইল আলিও। সম্প্রতি,বাইশ গজের রাওলপিণ্ডি এক্সপ্রেস নিজের মোবাইলে তোলা একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে শোয়েবের ঘরে টিভিতে চলছে বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খানের হিট ছবি ‘তারে জামিন পার’।

সেখানে ‘বাম বাম বোলে’ গানটির সিন চলছে। মন দিয়ে টিভি দেখতে দেখতে সেই গানের তালে নাচছে শোয়েব পুত্র মহম্মদ। দেরি না করে মুহূর্তে ক্যামেরাবন্দী করে ফেলেছেন শোয়েব। আমিরের গানে ছেলের নাচ শেয়ার করে ক্যাপশনে শোয়েব লেখেন, ‘আমির খানের কাজ এখনও প্রতিটি বাচ্চা এবং আমায় ধরে রাখে। সত্যি তাঁর কাজ বিস্ময়কর’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চরম ভাইরাল হয়েছে শোয়েব পুত্রর নাচ। দেখে নিন সেই ভিডিও।

আরও পড়ুন:  Accident:সিংহের কবল থেকে মৃত্যুঞ্জয়ী জাহিদ !

Featured article

%d bloggers like this: