22 C
Kolkata

Sonakshi Sinha: লন্ডনে অর্জুনের সঙ্গে একান্তে কি করছে সোনাক্ষী?


নিজস্ব প্রতিবেদন: একটা সময়ে বলিউডের সলমন খানের নায়িকা থাকলেও বর্তমানে নায়ক নায়কদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে দেখা যায় শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষীকে। যদিও সুন্দরী অভিনেত্রী আনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। অবিবাহিত নায়িকা প্রতিদিনই পায় বহু প্রেমের আবেদন। তবে, এবার একান্তে লন্ডনে অর্জুন রামপালের সাথে সোনাক্ষী।

ভাবছেন তো হঠাৎ দেশ ছেড়ে বিদেশে অজানা পুরুষের সঙ্গে কি করছেন সোনাক্ষী? আসলে, আসতে চলেছে কুশ এস. সিন্হা পরিচালিত নতুন ছবি ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস’। আর এই ছবিতেই স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সোনাক্ষী সিনহার সাথে অর্জুন রামপাল, পরেশ রাওয়াল ও সুহেল নায়ারকে।

‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস’ ছবির হাত ধরেই প্রথমবার একই পর্দায় সোনাক্ষী, অর্জুন। শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি। লন্ডন, মুম্বইয় একাধিক জায়গায় শুটিং হয়েছে ছবির।

আরও পড়ুন:  Suresh Jindal: না ফেরার দেশে বিখ্যাত পরিচালক প্রযোজক

Featured article

%d bloggers like this: