নিজস্ব প্রতিবেদন: ধারাবাহিক প্রেমিকা মূলত ধারাবাহিক দেখতে দেখতে ধারাবাহিকের নামেই পরিচিত হয়ে যায় সেলিব্রিটিদের সঙ্গে। ঠিক যেমন আজও মনে রেখেছেন দর্শকরা তোমায় আমায় মিলে ধারাবাহিকের উষসীকে। ধারাবাহীকে আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। যদিও বেশ অনেকদিন হয়ে গেল অভিনয়ের মঞ্চ থেকে কিছুটা হলেও বিদায় নিয়েছেন সে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমায় আমায় মিলেতে প্রধান চরিত্রে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল উষসী অর্থাৎ অভিনেত্রী রুশাকে। যদিও এর পরে বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে।

কিছুদিন আগেই মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে রাজরানীর চরিত্রে দেখা গিয়েছিল রুশাকে। শোনা যাচ্ছে আরও একবার প্রধান চরিত্রে ফিরতে চলেছেন অভিনেত্রী। যদিও কোন ধারাবাহিকের হাত ধরে আবার প্রধান চরিত্রে ফিরবেন সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি।
