নিজস্ব প্রতিবেদন: স্কুল জীবনের শেষ পরীক্ষা উচ্চমাধ্যমিক। গোটা বারোটা বছর কিভাবে কেটে যায় তা কল্পনাও করতে পারে না শিক্ষার্থীরা। ভালো লাগা, খারাপ লাগা, নতুন-নতুন বন্ধু হওয়া সমস্ত কিছুই এই স্কুলের মাধ্যমেই হয়ে থাকে। তবে জীবনের ১১টা বছর যেভাবেই কাটুক না কেন শেষ বছরটি অর্থাৎ ১২ নম্বর বছর যখন স্কুল ছাড়ার পালা আসে তখন সবারই চোখ ভিজে আসে। মনে পড়ে যায় অনেক স্মৃতির। তবে সেই সফল কথাকে মাথায় রেখেই এগিয়ে নিয়ে যাওয়াই জীবন। আগামী ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক। শেষ হবে ২৭ মার্চ, সোমবার। সকাল ১০ টা থেকে বেলা ১:১৫ মিনিট পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক কোন দিন কোন পরীক্ষা রয়েছে:
১৪ মার্চ – বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওডিয়া, তেলেগু, গুজরাতি এবং পঞ্জাবি।
১৬ মার্চ – বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ।
১৭ মার্চ – ভোকেশনাল সাবজেক্ট (যেমন হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি ইত্যাদি)।
১৮ মার্চ – বায়োলজিক্য়াল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্য়াল সায়েন্স।
২০ মার্চ – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
২১ মার্চ – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্য়াপ্লিকেশন।
২২ মার্চ – কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজি।
২৩ মার্চ – ফিজিক্স, নিউট্রিশান, এডকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৪ মার্চ – ইকোনমিক্স।
২৫ মার্চ – কেমিস্ট্রি, জার্নালিজম অ্য়ান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ।
২৭ মার্চ – স্ট্য়াটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।