24 C
Kolkata

Kolkata High court: নিয়োগ বাতিল করার হুঁশিয়ারি বিচারপতির

নিজস্ব প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই অন্যদিকে কমিশনের যাবতীয় নিয়োগ বাতিল করার হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার। ২০১১ সালে প্রাথমিক টেট নিয়ে একটি মামলার শুনানিতে খুব তো হয়ে বিচারপতি জানিয়েছেন,”বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন। কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। এই আচরণের জন্য জনমানসে কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনকি প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব। এসএসসি সব নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি সন্দেহ করছি। আগেও বলেছিলাম নিয়োগে দুর্নীতি হয়েছে। কমিশন এখনও সেই পথেই হাঁটছে।”

হঠাৎ এমন ক্ষুব্ধ হওয়ার কারণ হিসাবে জানা গেছে, এসএসসি চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী ২৪ মার্চ শুক্রবার রিপোর্টসহ তাকে হাজিরা দিতে হবে আদালতে। প্রসঙ্গত, টেট প্রশ্নপত্রে ভুল প্রশ্নের মামলায় ৮৩ জনকে বাড়তি নাম্বার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। কিন্তু সেই নির্দেশকে অমান্য করে কমিশন ৮৩ জোন ছাড়াও আরো অনেককে নম্বর দিয়েছিল।

আরও পড়ুন:  Yellow Taxi: খুব তাড়াতাড়ি স্মৃতি হতে চলেছে কলকাতার আইকন হলুদ ট্যাক্সি

Featured article

%d bloggers like this: