নিজস্ব প্রতিবেদন: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তবে এই পরীক্ষা শুরু হওয়ার আগেই ইতিহাস পরীক্ষার দিন বদলালো। ২৭ ফেব্রুয়ারির বদলে সেই পরীক্ষা হবে ১ মার্চ। তবে এই দিন বদলের কারণ সম্পর্কে জানা গেছে, সুব্রত সাহার মৃত্য ুর পর ওই এলাকায় বিধায়ক পথ শূন্য এমনকি ওই দিনেই সাগর দিঘিতে বিধানসভার উপনির্বাচন করবে বলে জানা জানিয়েছেন নির্বাচন কমিশন। তাই এমন সিদ্ধান্ত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে।

মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস আটকাতে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। সদ্য শেষ হওয়া বছরের নভেম্বর মাসে আয়োজিত ডিএলএড -এর প্রথম বর্ষের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। যা নিয়ে শোরগোল পড়ে যায় চারিদিকে। তারপরই গত ১১ ডিসেম্বর আয়োজিত টেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নড়েচড়ে বসেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। এবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি-র(CCTV) মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। সম্প্রতি পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, মূলত পরীক্ষার্থীরা যেখান দিয়ে ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা থাকবে এই তিনটি ঘরে ন্যূনতম তিনটি সিসিটিভি(CCTV) বসাতে হবে। যে স্কুল এই কার্যকরী করতে পারবে না সেখান থেকে পরীক্ষাকেন্দ্র সরিয়ে অন্যত্র করে দেওয়া হবে।