নিজস্ব প্রতিবেদন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বিদ্যালয়গুলির জন্য নয়া উদ্যোগ। চলতি বছরের ৭৫ তম স্বাধীনতা দিবসে এই বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, ব্যরাকপুর সহ কলকাতা, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ বাহিনী এই চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হবে।
মঙ্গলবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ওইসব এলাকার প্রতিটা স্কুলে বাধ্যতামূলকভাবে এই বাহিনী গঠন করা হবে। পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নানা ধরনের কর্মসূচির পাশাপাশি সেবামূলক কাজ, বাল্যবিবাহ পণপ্রথার মত বিভিন্ন সামাজিক কুপ্রথা রুখতেও জয় হিন্দ বাহিনীর সদস্যদের কাজে লাগানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গেও বাহিনীর সদস্যরা সহযোগিতা করবেন। এজন্য কলকাতা ও রাজ্য পুলিশের তরফ থেকে জয় হিন্দ বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। জেলায় জেলায় জয় হিন্দ বাহিনী গঠন ও পরিচালনার বিষয়টি দেখাশোনা করার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ১৩ জন সচিবের একটি কমিটিও গঠন করা হয়েছে।