ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ২৫৯ জন প্রার্থী ভোটের লড়াই-এর ময়দানে। তাঁদের মধ্যে ৪৫ জন প্রার্থী নাকি ক্রোড়পতি। অর্থাৎ মোট প্রার্থীর ১৭ শতাংশ। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে এন ডি আর-এর (NDR) সমীক্ষায়। ১৭ জন বিজেপির ( ৩১ শতাংশ)। তিপ্রা মোথার ৯ জন ( ২১ শতাংশ), ৭ জন সিপিএমের ( ১৬ শতাংশ), কংগ্রেসের ৬ জন (৪৬ শতাংশ) ও তৃণমূলের ৪ জন (১৪ শতাংশ)। অ্যাসোসিয়েশন ফর ডেমক্রেটিক রাইটস অনুসারে এই খবর প্রকাশ্যে এসেছে।
রিপোর্ট অনুযায়ী – উপমুখ্যমন্ত্রী (Tripura) জিষ্ণু দেববর্মা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিপ্রা মোথা নমিনি অভিনীত সরকারের কাছে সবথেকে বেশি সম্পদ রয়েছে। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ১৫ কোটি, ১৩ কোটি, ও ১২ কোটি। তাঁরা এই সম্পদের পরিমাণ হলফনামায় ঘোষণাও করেছন। ত্রিপুরার (Tripura) নির্দল প্রার্থী হিরামণি দেববর্মা, নগেন্দ্র চন্দ্র শীল ও মৃদুল কান্তি সরকারের কাছে সবথেকে কম সম্পদ রয়েছে। তার পরিমাণ হল ৭০০ টাকা, ১২০০ টাকা ও ২০০০ টাকা। শিক্ষাগত দিক থেকে এবার প্রার্থীরা ১১৬ জন গ্র্যাজুয়েট বা তার উপরে প্রার্থী রয়েছেন ত্রিপুরায়। ১৩৯ জনের ক্লাস ফাইভ থেকে ক্লাস ১২ পর্যন্ত পড়াশোনার দৌড়। দুজন ডিপ্লোমা হোল্ডার। আর দুজন কেবলমাত্র স্বাক্ষর।