আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। রবিবার সেখানে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল। এরপরেই সেখানে সোমবার পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখলেন চারদিক। বেলন-চাকিতে ময়দার লেচি বেললেন, ছুরি দিয়ে মাঝখান থেকে করলেন দু’ভাগ। শিঙাড়ার পুর ভরে কড়াইতে দেওয়ার জন্য সরঞ্জাম তৈরী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে হাতে। তবে এটা নতুন কোনও ব্যাপার নয়। এর আগেও বানিয়েছেন চা, ভেজেছেন চপ, ফুলুরি। পাহাড়ে গিয়ে বানিয়েছিলেন মোমোও। আজ শিঙাড়া ভাজার জন্য ময়দার লেচি বানানোর সাথে পাশের দোকানে গিয়ে সাজলেন পান। নিজস্ব ভঙ্গিতেই ত্রিপুরায় (Tripura) গিয়ে জনসংযোগ করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সোমবার আগরতলা বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ত্রিপুরাকে তিনি আলাদা ভাবে দেখেন না। আগরতলায় এক দোকানে ঢুকে শিঙাড়ার জন্য ময়দার লেচি বেললেন। পাশেই একটি পানের দোকানে ঢুকে পান তৈরির চেষ্টা করলেন। সাজলেন পান। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরায় গিয়ে বানালেন শিঙাড়ার ময়দার লেচি, সাজলেন পান – বাংলার মুখ্যমন্ত্রী
