নিজস্ব প্রতিবেদন: এবার নাকি তদন্তের নাম অবনী সেনের ৭ নং কেস। ৭ নং কেস হলে তার ১ থেকে ৬ নং কেস কোথায়? মনে ঘুরছে তো এই প্রশ্নটা। তাই তো প্রশ্নের অবসান ঘটাতে অবনী সেন হাজির তার নতুন সিরিজ অবনী সেনের ৭ নং কেস নিয়ে। প্রকাশ্যে সিরিজের পোস্টার।

একঝাঁক তারকা নিয়ে এবার নতুন ডিটেকটিভ গল্প ‘অবনী সেন এর ৭নং কেস’। সিরিজের মুখ্য চরিত্রে দেবপ্রিয় মুখোপাধ্যায়,যুধাজিৎ সরকার, বিবৃতি চ্যাটার্জি, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌসিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্ত সহ আরও অনেকে। ওয়েবসিরিজটি মুক্তি পাবে “শ্যাল্পিকা এন্টারটেনমেন্ট” এর ব্যানারে।

পরিচালক নীল নওয়াজের সিরিজের গল্প এগোবে ৯০এর দশকের তাবর গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেনকে নিয়ে। ছিচকে চোর থেকে দুঁদে হত্যাকারী, কেও ই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জন এর তদন্ত কে। কিন্তু এই গল্পে দক্ষিণারঞ্জন এর নয়। এটা অবনীর গল্প । ছবির গল্প অনুযায়ী দক্ষিণারঞ্জন এর সুপুত্র কখনোই তার যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার থাম্মার কাছে দক্ষিণারঞ্জন এর রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হবার ভূত জাঁকিয়ে বসে। বাবার নাম ভাঙিয়ে ৬ টা কেস ও সে পায়।

কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনো কেস টাই সে সলভ করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। কিন্তু কি হবে অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে ‘অবনী সেনের ৭ নং কেস’-এ। সিরিজে অবনী সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন দেবপ্রিয় মুখার্জি। সিরিজ প্রসঙ্গে পরিচালক নীল নওয়াজ বলেন,’আসলে আমি যেরকম পোষ্টার রোজ দেখছি, চাইনি সেই জিনিসটা আরেকবার দেখতে। ভালো বা খারাপ বিষয় গুলো আপেক্ষিক, সেটার কোনো বাঁধা ধরা নিয়ম নেই, আমি শুধু চেয়েছিলাম পোষ্টার টা একটু আলাদা হোক’।
