25 C
Kolkata

Abhisekh Bachhan: বেবি অভিষেকের জন্য বার্তা বিশ্ব সুন্দরীর

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে ৪৭ টি বসন্ত কাটিয়ে ফেললেন অভিষেক বচ্চন। আর তারই ধর্ম পত্নী বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন তার রূপে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব, তার পাশাপাশি তার অভিনয় তো মুগ্ধ হয়েছেন সকলে। তবে এবার স্বামীর প্রতি তার ভালোবাসা দেখে আর প্রকাশিত আরো বেশি ভালোবাসা পাচ্ছেন দর্শকদের থেকে। ৫ ফেব্রুয়ারি অভিষেক বাচ্চনের জন্মদিনে অভিষেককে নিয়ে মিষ্টি একটি পোস্ট করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

অভিষেকের একটি ছবি শেয়ার করে ঐশ্বর্য লেখেন, ‘শুভ জন্মদিন ভালোবাসা, আজ, আগামী এবং চিরকালের জন্য।’ ঐশ্বর্য ছাড়াও, জন্মদিনের একদিন আগেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। তিনি একটি লম্বা-চওড়া পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:  Shah Rukh Khan: ব্যাক টু ব্যাক ৯ ছবিতে ঝড় তুলতে আসছেন কিং খান

সেখানে তিনি লেখেন-“সময় কীভাবে কেটে যায়। সেই সময়ের কথা মনে পড়ছে যখন ও আমাদের মন ভরিয়ে রাখত, আর এখন দেখ, ওর যা প্রাপ্য সেটা ও পাচ্ছে, অর্জন করছে নিজের কঠোর পরিশ্রম দিয়ে। যাঁরা ওকে ব্যঙ্গ করত তাঁদের নিঃশব্দে কাজ করে দেখিয়ে দিচ্ছে, ভুল প্রমাণ করে দিচ্ছে। এটা একজন বাবার জন্য যে কতটা আনন্দের সেটা কী করে বোঝাব, যে তাঁর ছেলে যে নানা খারাপ কথার সম্মুখীন হয়েও এভাবে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করে চলেছে আর সাফল্য পাচ্ছে। ও ওর সিদ্ধান্ত নিজেই নেয়। নিজের পছন্দ ও বেছে নেয়। নিজেকে বারবার সাফল্যের মাধ্যমে প্রমাণ করে।” এর সাথে অমিতাভ এও বলেন যে তিনি একজন গর্বিত বাবা।

আরও পড়ুন:  Fatafati Bengali Movie: ঋতাভরী আবিরের 'ফাটাফাটি'-তে নতুন রসায়ন

Featured article

%d bloggers like this: