22 C
Kolkata

Karna Subarner Guptodhon : Abir Chatterjee : এবার নয়া গুপ্তধনের সন্ধানে সোনা দা

নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার সোনা দা মানেই নয়া রহস্য। রহস্য সমাধানে জুড়ি মেলা ভার তার। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’- র প্রায়আড়াই বছর পর এবার সোনাদার নয়া অভিযান ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’।

‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ব্যাপক সাফল্যের পর প্রফেসর সুবর্ণ সেন ওরফে সোনাদা তাঁর সঙ্গী আবির আর ঝিনুককে নিয়ে ফের ময়দানে রহস্য সমাধানে। গুপ্তধন ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবি মুক্তি’কর্ণসুবর্ণের গুপ্তধন’-র রহস্যভেদে এবার সোনা দা।

নতুন বছরের আগমনের আগেই নয়া ঘোষণা পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের। ২০২১ সালের শেষ দিনেই ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা এসভিএফ। ছবিতে সোনাদার ভূমিকায় টলি ক্রাশ আবির চট্টোপাধ্যায়। আবিরের চরিত্রে অর্জুন আর ঝিনুকের চরিত্রে ইশা সাহা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ – র কথা নিজেই জানিয়েছেন আবির চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:  New Year Horoscope 2023: হাজির বাংলা নববর্ষ, নতুন বছরে ভাগ্য খুলবে এই পাঁচ রাশির... জেনে নিন তারা কারা

Featured article

%d bloggers like this: