নিজস্ব প্রতিবেদন: কথাতেই বলে শুরুর জিনিস কখনও ভোলা যায় না। একটা সময় ছোট পর্দার মহাপ্রভু হয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত। সেই শুরুতেই ফিরে গেলেন অভিনেতা। আবারও মহাপ্রভু যীশু।

দূরদর্শনে মহাপ্রভু ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন যিশু সেনগুপ্ত। এরপর ধীরে ধীরে একাধিক ধারাবাহিক, সিনেমা, রিয়েলিটি শো বিভিন্ন জায়গায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন যীশু। টলিউড থেকে ইতিমধ্যে বলিউডে পা রেখেছেন সে। কিন্তু শুরুর জিনিস কখনওই ভুলতে পারে না কেউ। তাই আবারও শুরুতেই ফিরলেন অভিনেতা।

যে মহাপ্রভু ধারাবাহিকের মাধ্যমে টলিউড চিনেছিল যিশু সেনগুপ্তকে। সেই মহাপ্রভুর ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় কাম ব্যাক অভিনেতার। আবারও টেলিভিশনে শ্রীচৈতন্যের অবতারে ধরা দেবেন যীশু। ইতিমধ্যেই শ্রীচৈতন্যের অবতারে যীশুকে দেখে নিয়েছেন সকলে। ‘সুপার সিঙ্গার সিজন ৪’ নতুন প্রোমোতেই মহাপ্রভু রূপে দেখা গিয়েছে তাকে। যদিও রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন ৪’- র মঞ্চে শ্রীচৈতন্যদেবের অবতারে দেখা যাবে যীশুকে। সঞ্চালকের ভূমিকায় যীশু সেনগুপ্তকে এতদিন দেখলেও এবার শ্রীচৈতন্যদেবের ভজন কীর্তন গান গাইবেন যিশু সুপার সিঙ্গার সিজন থ্রির মঞ্চে।
