22 C
Kolkata

chengiz: ‘ চেঙ্গিজ ‘ এবার জিৎ


নিজস্ব প্রতিবেদন: টলিউডের অসুরের সঙ্গে পরিচিত ছিল সকলেই। তবে,এবার অসুর নয় চেঙ্গিজ হয়ে হাজির জিৎ।
প্রকাশ্যে ‘ চেঙ্গিজ ‘ – র ট্রেলার।

দর্শকদের কথা ভেবে ইদেই ‘রাবন’ নিয়ে এসেছে জিৎ। এবার সেই খেলার মাঝেই জিৎ-র নয়া চমক ‘চেঙ্গিজ’।
‘চেঙ্গিজ’-র টিজারেও রয়েছে চমক।

জিৎ – র ‘চেঙ্গিজ’ দেখা যেতে চলেছে এক বলিউড তারকাকে। বাংলা ছবি ‘চেঙ্গিজ’-এ শ্যুটিং শুরু করলেন ‘কাবিল’ অভিনেতা রোহিত রয়।

Featured article

%d bloggers like this: