20 C
Kolkata

মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : মা হলেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় । মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা। জানালেন তাঁর স্বামী কুণাল বর্মা । সোশ্যাল মিডিয়াতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন পূজা। সেই সময় খবর ছড়িয়েছিল, বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। পরে জানা যায়, করোনা পরিস্থিতির জেরে বড় অনুষ্ঠান করে বিয়ে সারতে না পারলেও রেজিস্ট্রি করে ফেলেছেন পূজা এবং কুণাল। হিন্দি টেলিভিশন অভিনেতা কুণাল। ২০০৮-এর ধারাবাহিক ‘তুঝ সং প্রীত লাগাই সাজনা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বাংলায় দেবের ‘চ্যালেঞ্জ ২’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন পূজা। হিন্দিতে তাঁকে দেখা গিয়েছে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ ছবিতে। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি শেয়ার করেছেন পূজা। বিশেষ ফটোশুটও করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অন্তঃসত্ত্বা পূজার সাহসী ছবিও। সন্তানের জন্মে বেজায় খুশি কুণাল। জানালেন পূজা এবং ছেলে দু’জনই ভাল এবং সুস্থ আছে। সব ঠিক থাকলে খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। করোনা পরিস্থিতি না থাকলে বড় অনুষ্ঠান করেই বিয়েটা সারার ইচ্ছে ছিল পূজা-কুণালের। তা সম্ভব হয়নি। এমনকী পূজার রেজিস্ট্রিতেও তাঁর মা উপস্থিত থাকতে পারেননি। পরিস্থিতি ঠিক হলে বড় করে সেলিব্রেশন করার পরিকল্পনা রয়েছেন পূজা ও কুণালের।

আরও পড়ুন:  Mithai: মিঠি নয়, এবার ফিরতে চলেছে মিঠাই

Featured article

%d bloggers like this: