নিজস্ব প্রতিবেদন: একই রাজ্য জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। তারই মাঝে এবার রাজনীতিতে ঝড়। হারিয়ে গেল তৃণমূল বিধায়কের লাল সুটকেস। তছনচ চারদিক খোঁজার চোটে। কিন্তু উহু কোথাও নেই সেই স্যুটকেস। তাহলে কোথায় গেল,কে বা চুরি করল তৃণমূল বিধায়ক সোহমের লাল স্যুটকেস?

তৃণমূল বিধায়ক জানায় তাঁরই সহকর্মীরা দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছিল সেই ‘লাল স্যুটকেস’ নিয়ে। তবে,এভাবে তো নিজের স্যুটকেস ভুলে যাবেন না তিনি। তাই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে খুঁজে বের করে ফেললেন লাল স্যুটকেস সহ সেইসব ছবি। তারপরেই সব্বার কাছে একটাই আবেদন সোহমের স্যুটকেসটা যেনও তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। সোহম সেই দায়িত্ব দিয়েছেন দেব, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেককে।

তবে, সোহমের এই লাল স্যুটকেসের ব্যাপারটা কিন্তু রিয়েল নয় রিল। কারণ, একটা লাল স্যুটকেস কিভাবে বদলে দিতে পারে বহু মানুষের জীবন সেই কাহিনী এবার বলবে সায়ন্তন ঘোষালের নতুন ছবি ‘ এলএসডি লাল স্যুটকেসটা দেখেছেন’?
সোহম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এই ছবির গল্প এগোবে নেশার জালে জড়িয়ে যাওয়া ছেলে মেয়েদের জীবন নিয়ে। সেই নেশার জাল থেকে ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাওয়ার একটি কাহিনী নিয়ে। ছবিতে সোহম, সায়নী, কাঞ্চন মল্লিক, লাবনী সরকার, সুমিত সমাদ্দার, জুন মালিয়া অভিজিৎ গু,হ সুব্রত মুখোপাধ্যায় সহ দেখা যাবে আরও অনেককে। আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ এলএসডি লাল স্যুটকেসটা দেখেছেন’? তার আগেই খুনসুটির মোড়কে নিজের নতুন ছবি ‘এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?-র প্রচার সারেন সোহম।