21 C
Kolkata

Varun-David: বাবার বায়োপিকে ছেলে বরুন


নিজস্ব প্রতিবেদন:
বর্তমানে বলিউডের একটা অন্যতম নাম হয়ে উঠেছেন বরুণ ধাওয়ান। এক কথায় বলা যায় নারীদের বুকের ধারকান সে। রাত পোহালে মুক্তি পাবে বরুণ ধাওয়ানের নতুন ছবি ভেরিয়া। যদি বর্তমানে বলিউড টলিউড জুড়ে লেগেছে বায়োপিকের হওয়া। আর এবার বায়বীকে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন।

সম্প্রতি নতুন ছবি ভেরিয়ার প্রচারে স্বপ্নের নগরী মুম্বাই ছেড়ে সুন্দরী তিলোত্তময় পা রেখেছিলেন অভিনেতা বরুণ। আর ছবির প্রচারে এসেই নিজের মনের কথা জানালেন।

বরুণ ধাওয়ান জানিয়েছেন, অভিনেতার ১০ বছরের ফিল্মি ক্যারিয়ারে এখনও পর্যন্ত বায়োপীকে অভিনয় করেননি বরুণ। তবে বাবাকে নিয়ে বানতে চান বায়োপিক। সেই প্রসঙ্গে বরুন বলেন,’সত্যি বলতে আমি আমার বাবাকে নিয়ে বায়োপিক বানাতে চাইব। সবার প্রথম তো ওঁনার নামের পিছনের কাহিনিটাই খুব ইন্টারেস্টিং। একজন পাঞ্জাবি ছেলে, যাঁর নাম ডেভিড’।

আরও পড়ুন:  Pathaan: মোটরসাইকেল নিয়ে হাওয়ায় উড়লেন কিং খান

Featured article

%d bloggers like this: