নিজস্ব প্রতিবেদন: ‘ রাশি ‘ ধারাবাহিকের হাত ধরে নতুন অভিনেত্রী গীতশ্রী রায়কে পায় টলিপাড়া। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকের অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সে। তবে,সেলেবদের জীবন নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। কোন সেলেব কার সাথে প্রেম করছে সেই বিষয়ে জানতে চায় সকলে।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এক ফুটবলারের সঙ্গে প্রেম করছে গীতশ্রী রায়। গত কয়েকদিন ধরেই ডুরান্ড কাপের ফাইনালে বেঙ্গালুরু সিটি এফসির জয়ের পরই জল্পনা শুরু হয়েছে অভিনেত্রীর প্রেমের।




বহুবার একসঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী গীতশ্রী রায় এবং ফুটবলার প্রবীর দাসকে। তবে, এবার সবরকম রাখা ঢাকের অবসান ঘটিয়ে ছবি পোস্ট করে নিজের সম্পর্কে সিলমোহর দিয়েছে বেঙ্গালুরু সিটি এফসি-র ফুটবলার। সে জানিয়েছে তার প্রেমে পড়েছেন ‘রাশি’ নায়িকা গীতশ্রী রায়।