নিজস্ব সংবাদদাতাঃ মিঠাইয়ের সঙ্গে তো উচ্ছেবাবুর প্রেম জমে উঠেছে পর্দায়, কিন্তু বাস্তবে কি করছেন উছেবাবু ওরফে আদৃত ! তাঁর যে বিয়ে ভেঙে গিয়েছিল তা তো জানা কথা, কিন্তু জানেন কি কেন ভেঙেছিল এত দিনের সম্পর্ক !

বিয়ে ভাঙার গুঞ্জন শোনার কিছুদিনের মধ্যেই জানা যায় আদৃতের প্রাক্তন আংটি বদল করেছেন একজনের সঙ্গে। এদিকে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আর এক নেই উচ্ছেবাবুও। পর্দার দিদিয়ার সঙ্গে জমিয়ে রোমান্স করছেন আদৃত ক্যামেরার বাইরে।

তবে এখন স্পষ্ট ভাবে কিছুই জানান যায়নি। অনেকেই মনে করছেন আদৃতের জীবনে কৌশাম্বীর আগমনের জন্যই বিয়ে ভেঙে গিয়েছে। আবার কেউ মনে করছেন দুজনের জীবনেই নতুন মানুষ এসেছে তাই সম্পর্কে ইতি টেনেছেন দুজনে।