24 C
Kolkata

Aindrila Sharma : মৃত্যুর সময় এই কথাটি বলেছিলেন ফাইটার ঐন্দ্রিলা


নিজস্ব প্রতিবেদন: লড়াইয়ের শুরুটা সেই ছেলেবেলা থেকে।নিশ্চিন্তে খেলে বেড়ানোর বয়সে ধরা পরে তার ক্যান্সার । মাত্র ১৫ বছর বয়সে সে জানতে পারে ঐন্দ্রিলা শর্মা ক্যান্সার আক্রান্ত। এরপর ২ বার ক্যান্সার জয়ের পর অভিনয় জগতে পা।

ভালোই চলছিল সবকিছু কিন্তু ওই যে ভাগ্যের ফের। ২০২২- র ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হল ছোট্ট মেয়েটা। চলল ২০ দিনের অবিরাম লড়াই। কিন্তু হল না শেষরক্ষা। জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন এটা শুনতেই হল। যদিও এখনও অনেকেই তার এই হঠাৎ চলে যাওয়াকে মেনে নিতে পারেনি।

ঐন্দ্রিলার চিকিৎসক জানিয়েছেন শুধুমাত্র নিজের মনের জোরে একজন মানুষ কীভাবে নিজেকে মৃত্যুর মুখ থেকে বারবার ফিরিয়ে এনেছে আমি তার সাক্ষী। আমায় কখনও বলতে হয়নি ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’। ২০ দিন ধরে প্রচণ্ড লড়াই করেছে মেয়েটা। শরীর চিকিৎসায় সাড়া দিয়েছে আবার কখনো অবস্থার অবনতি ঘটেছে। ঐন্দ্রিলার বায়োপসি করার পর দেখা যায় তার ক্যান্সারের কোষের সংখ্যা বাড়ছে। মারা যাওয়ার ঐন্দ্রিলার জ্ঞান ফিরেছিল। যদিও সে কথা বলতে পারেনি, তার মুখে পাইপ ছিল।

Featured article

%d bloggers like this: