নিজস্ব প্রতিবেদন : অভিনেত্রী বেঞ্জিলা শর্মা মারা গিয়েছেন তারপর গোটা সপ্তাহ কেটে গিয়েছে। অনেক কিছু বদলালেও বদলাইনি মা বাবা দিদি এবং প্রেমিক সব্যসাচীর স্মৃতিগুলো। মাঝে মধ্যেই দিদি ঐশ্বর্য শর্মা শেয়ার করে নিচ্ছেন পুরনো পুরনো বেশ কিছু স্মৃতি।

তার সঙ্গেই লিখছেন আবেগ মাখানো ভালোবাসার কথা। এতদিন পরে তার মা সব্যসাচী এবং ঐন্দ্রিলার পুরনো ধারাবাহিকের জীওনকাঠির একটি অংশের ভিডিও শেয়ার করে লেখেন -” আমার সব্যর ঐন্দ্রিলা ” এই পোস্ট দেখার পরে মেয়েছেন রা আরো কিছুটা আবেগে ভেঙে পড়েছেন।

সকলেই জানেন গত কুড়ি দিনের লড়াইয়ে হাসপাতালে ঐন্দ্রিলার পাশ থেকে একটা ফোটাও সরেননি অভিনেতা সব্যসাচী চৌধুরী। আর সেই জন্যই অভিনেত্রীর মৃত্যুতে, নেটিছেনরা চিন্তিত অভিনেতার জন্যই।