24 C
Kolkata

Aishwarya: পুরনো স্মৃতি ফের ভেসে উঠলো, দিদির ওয়ালে

নিজস্ব প্রতিবেদন : দিদির সঙ্গে বোন ঐন্দ্রিলা শর্মা সম্পর্ক যে কতটা গভীর ছিল তা কত কয়েক দিনে যেন আরো কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছে। বুনু ঐন্দ্রিলা মারা যাওয়ার পর থেকেই একের পর এক পোস্ট ধরে উঠছে বোনের সঙ্গে ঐশ্বর্য সোশ্যাল মিডিয়ায়। একের পর এক পোস্টে বোঝা যাচ্ছে গভীর এক ক্ষত তৈরি হয়েছে দিদির জীবনে।

এর আগে একটি প্রশ্নের মাধ্যমে তিনি জানিয়েছিলেন বোনকে ছাড়া তিনি ঠিক কথাটা অসহায়। সম্প্রতি আবার একটি ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে জন্মদিনের কেক, ঐন্দ্রিলা দিদির গালে মাখিয়ে দিচ্ছে আর বুনুর কেক মাখা গালে বারবার চুমু খেতে যাচ্ছেন দিদি।

আরও পড়ুন:  Haami 2:এবার শীতেই ‘হামি ২’ দেবে শিবপ্রসাদ

স্মৃতি জড়ানো এই ভিডিও দেখে আবেগে ভেসেছে যেমন ঐশ্বর্য নিজেও তেমনি আবেগে ভেসেছেন নেটিজেনরাও। সকলেই, সাহস যোগ আছে এবং বারবার প্রার্থনা করে যাচ্ছেন যাদের শক্তি পায় অভিনেত্রী পরিবারের সকলে।

Featured article

%d bloggers like this: