নিজস্ব প্রতিবেদন: বি – টাউনের সেলেব কিডসদের কে না চেনে? মূলত মা-বাবার পরিচয়েই তারা পরিচিত। ২১ বছরের বেশি সময় ধরে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন বি-টাউনের লাভ বার্ডস অজয় দেবগণ ও কাজল। তাদের মেয়ে নাইসাকেও চেনেন অনকেই। এখনও অভিনয় জগতে পা না রাখলেও খুব শীঘ্রই যে দর্শকদের মন কাড়তে চলেছেন অজয় কন্যা তা বলার অপেক্ষা রাখে না।

অজয় দেবগন কাজল কন্যা নাইসাকে ছোটবেলায় একরকম দেখতে থাকলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে তার চেহারা এবং রূপে। কয়েক মাস আগেই যেমন দেখতে ছিল তাকে বর্তমানে আমূল পরিবর্তন তার চেহারায়। যা দেখে ভিমড়ি খাচ্ছে দর্শকরা।




নাইসার রুপের জাদুতে আপনার নেশা হতে বাধ্য। রাতারাতি ভোল বদলে সকলকেই চমক দিচ্ছেন সেলেব কন্যা। আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে কাজল অজয় দেবগন কন্যার গায়ের রং। এমনকি ফিগারের জাদুতেও মাতোয়ারা হতে বাধ্য দর্শকরা। সম্প্রতি তার instagram হ্যান্ডেলে পোস্ট করা ছবি দেখেই বারবার হোঁচট খাচ্ছে অনুরাগীরা।