নিজস্ব প্রতিবেদন : চলতি বছরে বলিউড ছবিগুলি তেমনভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। হিটের তালিকাতে নাম লেখায়নি অক্ষয় কুমার ও। চলতি বছরে বেশ কয়েকটি ছবি মুক্তি পেলেও তেমন ভাবে লক্ষী আনতে পারেনি ঘরে। তার শেষ মুক্তি পাওয়া ছবি রাম সেতু নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হলেও বক্স অফিসের ব্যবসা নজর কাটতে পারেনি কারোর।

সাধারণত মুক্তি পাওয়ার ৩ মাস পর ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায় সেই ছবিকে। তবে এবার নিয়ম ভেঙে তার আগেই রাম সেতুকে ওয়েব দুনিয়ায় দেখতে পাবেন দর্শকেরা। অ্যামাজন প্রাইমেই ইতিমধ্যে মুক্তি পেয়েছে রাম সেতু ছবিটি।

যদিও ছবিটি বিনামূল্যে দেখতে পাবেন না কেউই। ১৯৯ টাকা দিয়ে রেইনটা নিতে হবে রামসেতুকে। বিনামূল্যে দেখতে হলে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। অনেকেই ধারণা করছেন এই রেন্ট এর মাধ্যমে বেশ কিছু টাকা উপার্জন করবেন ছবি নির্মাতারা।